• শ্লীলতাহানি মামলায় জামিন পেলেন জেডিএস বিধায়ক
    আজকাল | ২১ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : শ্লীলতাহানি মামলায় জামিন পেলেন কর্ণাটকের জেডিএস বিধায়ক এইচ ডি রেভান্ন। এই জামিনে কিছুটা হলেও স্বস্তি পেলেন ৬৬ বছরের এই রাজনীতিবিদ। প্রসঙ্গত, ২৮ এপ্রিল শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয় এই বিধায়ক এবং তাঁর ছেলে প্রজ্জল রেভান্নর বিরুদ্ধে। বর্তমানে প্রজ্জল দেশের বাইরে জার্মানিতে রয়েছেন। তার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে। ইন্টারপোল ইতিমধ্যেই ব্লু কর্ণার নোটিসও জারি করেছে প্রজ্জল রেভান্নর বিরুদ্ধে। ৪ মে এইচ ডি রেভান্নকে গ্রপ্তার করা হয়। চারদিনের পুলিশ হেফাজত হয় তাঁর। এরপর জেল হেফাজত হয় এই জেডিএস বিধায়কের। তবে জেল হেফাজতের শেষে জামিন মেলায় খানিকটা হলেও স্বস্তিতে ফিরলেন জেডিএস বিধায়ক। 
  • Link to this news (আজকাল)