• আসছে ঘূর্ণিঝড়!‌ শুক্র থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বঙ্গে
    আজকাল | ২১ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ফের ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। উত্তর–পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে ঘূর্ণাবর্তের জন্য দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ–সহ বৃষ্টি শুরু হয়েছে সোমবার থেকে। তার মধ্যেই ঝড়বৃষ্টি নিয়ে হাওয়া অফিস দিল নয়া পূর্বাভাস।হাওয়া অফিসের খবর অনুযায়ী ২২ মে নিম্নচাপ বলয় তৈরি হতে পারে দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরে। পরে সেটি উত্তর–পূর্ব দিকে এগিয়ে নিম্নচাপে পরিণত হওয়ার পূর্বাভাস রয়েছে। আরও শক্তি বৃদ্ধি করে সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার মতো অনুকূল পরিস্থিতি সাগরে তৈরি হচ্ছে। তবে বর্ষা ঘূর্ণিঝড়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই দক্ষিণ আন্দামান সাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ–পশ্চিম মৌসুমি বায়ু পৌঁছেছে বলে জানা গেছে। হাওয়া অফিস জানিয়েছে সোমবার থেকে শুরু হওয়া ঝড়বৃষ্টি চলতে পারে বুধবার অবধি। বৃহস্পতিবার বৃষ্টি কমতে পারে দক্ষিণে। শুক্রবার থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপ বলয়ের জেরে ফের ভারী বৃষ্টিতে ভিজতে পারে রাজ্য। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি। শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গে মঙ্গলবার অবধি রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ‌
  • Link to this news (আজকাল)