• ‌ঝড়বৃষ্টির জন্য মোদির হলদিয়ার সভা বাতিল
    আজকাল | ২১ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ সোমবার দুপুর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি হয়। আর এই ঝড়বৃষ্টির জেরে বাতিল হল হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা। সোমবার কাঁথি এবং তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থীর জন্য হলদিয়ায় সভা করার কথা ছিল মোদির। আবহাওয়ার অবনতি হওয়ার কারণে হেলিকপ্টার গন্তব্যের দিকে উড়তেই পারেনি। ঝাড়গ্রামে দ্বিতীয় সভা থেকেই মোদি কাঁথি এবং তমলুক কেন্দ্রের ভোটারদের উদ্দেশে ভাষণ দেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, খারাপ আবহাওয়ার জন্য মোদিজির কপ্টার হলদিয়ায় আসতে পারছে না। প্রসঙ্গত, তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং কাঁথিতে প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে হলদিয়ায় মোদির সভা করার কথা ছিল। অন্য সভাটি ছিল ঝাড়গ্রামে। বিজেপি প্রার্থী সুভাষ সরকারের সমর্থনে ওই সভামঞ্চ থেকেই সোমবার বিকেলে মোদি তমলুক এবং কাঁথির প্রার্থীদের হয়ে সভা করলেন। এদিন, ঝড়বৃষ্টির জন্য পাশকুঁড়ায় জনসভা সংক্ষেপে শেষে করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। 
  • Link to this news (আজকাল)