• রায়বরেলি পেঁৗছতেই রাহুলকে ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান বিজেপির
    দৈনিক স্টেটসম্যান | ২১ মে ২০২৪
  • রায়বেরেলি, ২০ মে? পঞ্চম দফা লোকসভা নির্বাচনে রায়বেরেলি থেকে প্রার্থী হয়েছেন সোনিয়া পুত্র রাহুল৷ সোমবার পরিস্থিতি পর্যবেক্ষণে সকালেই দিল্লি থেকে রায়বরেলি পৌঁছে যান রাহুল৷ সেখানেই বিপত্তি৷ রায়বেরেলি পেঁৗছতেই কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধিকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান শুরু করে দেয় বিজেপি সমর্থকরা৷ এই ঘটনায় রীতিমতো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হল ভোট কেন্দ্রের সামনে৷
    এদিন সকালে দিল্লি থেকে বিমানে লখনউ পৌঁছন রাহুল গান্ধি৷ সেখান থেকে গাড়িতে করে প্রথমে তিনি যান পিপলেশ্বরে হনুমান মন্দিরে৷ সেখানে পুজো দেওয়ার পর রায়বরেলির ভোট কেন্দ্র পরিদর্শনে বের হন রাহুল৷ প্রথমে বাছরাওয়ান বিধানসভা এলাকায় গিয়ে সেখানকার একাধিক ভোট কেন্দ্রে ঘোরেন ওয়ানড়ের বিদায়ী সাংসদ৷ সেখান থেকে তিনি যান হরচাঁদপুর বিধানসভা এলাকায়৷ অভিযোগ, সেখানেই পোলিং বুথের কাছে কংগ্রেসের পোলিং এজেন্টের সঙ্গে দেখা করেন তিনি৷ সেখানেই তাঁকে ঘিরে ‘জয় শ্রীরাম স্লোগান’ দিতে দেখা যায় বিজেপির কর্মী সমর্থকদের৷ এই ঘটনায় ক্ষুব্ধ হতে দেখা যায় স্থানীয় কংগ্রেস কর্মীদের৷ যদিও এই ঘটনাকে খুব একটা আমল দেননি রাহুল গান্ধি৷ অল্প কিছু সময় সেখানে কাটিয়ে তিনি রওনা দেন পরবর্তী গন্তব্যের উদ্দেশে৷
    প্রসঙ্গত, এদিন লোকসভা নির্বাচন শুরুর কিছুক্ষণের মধ্যে রায়বরেলি ও আমেঠির ভোটারদের উদ্দেশে বার্তা দেন রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আজ পঞ্চম দফার লোকসভা নির্বাচন৷ আগের ৪টি দফায় স্পষ্ট হয়ে গিয়েছে দেশবাসী সংবিধান ও দেশের গণতন্ত্র রক্ষার্থে বিজেপিকে হারাতে রুখে দাঁড়িয়েছে৷ ঘৃণার রাজনীতির বিরুদ্ধে ফুঁসতে থাকা দেশ এবার উন্নয়নের নিরিখে ভোট দিচ্ছে৷ যুব সমাজ চাকরির জন্য, কৃষক এমএসপি ও কৃষি ঋণ মুকুব, মহিলারা স্বনির্ভরতা ও নিরাপত্তার, শ্রমিকরা তাঁদের ন্যায্য মজুরির দাবিতে ভোট দিচ্ছেন৷ দেশের জনতা ইন্ডিয়ার পাশে দাঁড়িয়েছে৷ পরিবর্তনের ঝড় বইছে দেশে৷’
    সোমবার পঞ্চম দফা লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ১৪ আসনে চলছে ভোট গ্রহণ৷ এর মধ্যে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র রায়বরেলি ও আমেঠি৷ ২০১৯ সালে আমেঠির হারানো আসন পুনরুদ্ধার ও রায়বরেলি গড় নিজেদের দখলে রাখতে মরিয়া কংগ্রেস৷ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির বিরুদ্ধে আমেঠিতে এবার প্রার্থী হয়েছেন গান্ধী পরিবারের ঘনিষ্ঠ কিশোরীলাল শর্মা৷ ওদিকে রায়বরেলিতে দাঁড়িয়েছেন রাহুল নিজেই৷ শেষ পাওয়া খবরে দুপুর ১ টা পর্যন্ত রায়বরেলিতে ভোট পড়েছে ৩৯.৬৭ শতাংশ, এবং আমেঠিতে ৩৮.২১ শতাংশ৷
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)