• পতঞ্জলী সোনপাপড়িতে 'বিষ'! ৩ জনের কারাদণ্ড, জরিমানাও...
    ২৪ ঘন্টা | ২১ মে ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: খাওয়ার উপযুক্ত নয়! পতাঞ্জলী ইলাংচি সোনপাপড়ি মামলায় এবার ৩ জনকে ৬ মাসের কারাদণ্ড দিল আদালত। সঙ্গে কমপক্ষে ৫ হাজার থেকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানাও।

    আদালতের নির্দেশে ৬ মাস জেলে থাকতে হবে সংস্থার সহকারি জেনারেল ম্য়ানেজার অভিষেক কুমার, উত্তরাখণ্ডের বেরিনাং শহরের দোকানমালিক লীলাধর পাঠককে। রেহাই পাননি অজয় জোশীও। নৈনিতালের রামনগরে পতঞ্জলীর বিভিন্ন পণ্য যে সংস্থার সরবরাহ করে, সেই সংস্থা সরকারি ম্যানেজার তিনি।ঘটনাটি ঠিক কী? ৫ বছর পার। ২০১৯ সালে সেপ্টেম্বরে লীলাধর পাঠকের দোকান থেকে পতাঞ্জলী ইলাংচি নবরত্ন সোনপাপড়ি নমুনা সংগ্রহ করা হয়। এরপর সেই নমুনা পরীক্ষার জন্য় পাঠিয়ে দেওয়া হয় উত্তরপ্রদেশে গাজিয়াবাদের, ন্যাশনাল ল্য়াবোরেটরিতে। রিপোর্টে দেখা যায়, খাদ্য নিরাপত্তা নিরিখে সোনপাপড়ি মান সঠিক নয়। অর্থাৎ সেগুলি খাওয়ার উপযুক্ত নয়। এরপর ২০২১ সালে নির্দিষ্ট আইনে মামলা রুজু করা হয়। সেই মামলায় অবশেষে রায় ঘোষণা করল আদালত।এদিকে পতাঞ্জলীর বিজ্ঞাপনও 'বিভ্রান্তিকর'! এই মামলায় আদালত অবমাননার নোটিশের জবাব দিতে ব্যর্থও রামদেব।  তাঁকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। প্রাথমিকভাবে তার পণ্য এবং ওষুধের কার্যকারিতা সম্পর্কে বিবৃতি বিষয়ে তারা আদালতে দেওয়া প্রতিশ্রুতি লঙ্ঘন করে। সেই কারণে পতঞ্জলি শীর্ষ আদালতের তোপের মুখে পড়ে। আদালত পতঞ্জলি এবং বালকৃষ্ণকে নোটিশ জারি করেছিল এবং কেন তাদের বিরুদ্ধে অবমাননার মামলা শুরু করা হবে না তা জানতে চেয়েছিল।
  • Link to this news (২৪ ঘন্টা)