• ‌‌লালা সহ বাকি অভিযুক্তরা উপস্থিত থাকলেও ছিলেন না তিন জন, পিছিয়ে গেল কয়লা পাচার মামলার চার্জ গঠন...
    আজকাল | ২১ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ কয়লা পাচার মামলার চার্জ গঠন পিছিয়ে গেল। মঙ্গলবার আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে কয়লা কাণ্ডে তদন্তের চার্জশিট গঠন হওয়ার কথা ছিল। কিন্তু তিন জন অনুপস্থিত থাকায় চার্জ গঠন করা সম্ভব হয়নি। জানা গেছে এদিন আদালতে অনুপ মাজি ওরফে লালা সহ ৪০ জন হাজির থাকলেও আসেননি জয়দেব মণ্ডল, বিনয় মিশ্র–সহ তিন জন। ফলে পিছিয়ে গেল কয়লা পাচার মামলার চার্জ গঠন। পরবর্তী শুনানি হবে ৩ জুন।প্রসঙ্গত, কয়লা পাচারকাণ্ডে দু’টি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়েছিল। এরপর আজ চার্জ গঠনের কথা ছিল। ২০১৯ সালে কয়লা কাণ্ডের তদন্তভার শুরু করে সিবিআই। ২০২০ সালের ২৭ নভেম্বর প্রথম অভিযোগ দায়ের করে সিবিআই। ২০২২ সালের ১৯ জুলাই আসানসোলের বিশেষ সিবিআই আদালতে ৪৩ জন অভিযুক্তের নামে প্রথম চার্জশিট জমা করা হয়। অভিযুক্তদের তালিকায় অন্যতম ছিলেন অনুপ মাজি ওরফে লালা। তাঁর চার সঙ্গীকে আগেই গ্রেপ্তার করেছিল সিবিআই। কিন্তু লালা সুপ্রিম কোর্টের রক্ষাকবজ নিয়ে গ্রেপ্তারি এড়িয়ে যান। তবে গত ১৪ মে সিবিআই আদালতে হাজিরা দিয়ে আত্মসমর্পন করেন লালা। জামিন পেলেও আদালতের নির্দেশে তিনি নিতুরিয়ায় এলাকাবন্দি রয়েছেন। এই পরিস্থিতিতে মঙ্গলবার চার্জ গঠনের কথা ছিল। কিন্তু লালা সহ ৪০ জন এলেও তিন জন আসেননি। অসুস্থতার কারণ দেখিয়ে দু’‌জন ছিলেন অনুপস্থিত। তাছাড়া সিবিআইয়ের তরফে যে কপি দেওয়া হয়েছে তা অল্প সময়ে পড়া সম্ভব হয়নি। যার ফলে তাঁরা সময় চেয়েছিলেন। পরবর্তী শুনানির দিন প্রত্যেককে হাজির হতে হবে। কেউ অসুস্থ থাকলে তাঁকে অ্যাম্বুল্যান্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
  • Link to this news (আজকাল)