• ‌ষষ্ঠ দফা নির্বাচনের আগে কাঁথির এসডিপিও বদল, দিবাকর দাসের জায়গায় এলেন আজহারউদ্দিন খান...
    আজকাল | ২১ মে ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ ২৫ মে ষষ্ঠ দফায় পূর্ব মেদিনীপুরের দুই কেন্দ্র তমলুক ও কাঁথিতে ভোট। তার আগে জেলার পুলিশ আধিকারিককে বদলে দিল কমিশন। সরানো হয়েছে কাঁথির এসডিপিও দিবাকর দাস, ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠক এবং পটাশপুর থানার ওসি রাজু কুন্ডুকে। সোমবার কমিশন জানিয়েছে, নবান্নের সুপারিশ মেনে কাঁথির এসডিপিও করা হল আজহারউদ্দিন খানকে। এর আগে দার্জিলিঙের ডিএসপি ছিলেন তিনি। পাশাপাশি সোমবার পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে সরিয়ে দিয়েছে কমিশন। এসপি পদ থেকে সরানো হয়েছে ধৃতিমান সরকারকে। নির্বাচনের সঙ্গে সম্পর্ক থাকবে না, এমন পদে তাঁকে বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, ধৃতিমানের জায়গায় রাজ্যের মুখ্যসচিবের কাছে তিন জনের নাম চেয়েছে কমিশন। মঙ্গলবার বেলা ১১টার মধ্যে তিন অফিসারের নাম পাঠাতে হবে মুখ্যসচিবকে। এর আগে রবিবার পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কেও সরিয়ে দেয় কমিশন। 
  • Link to this news (আজকাল)