• Kolkata: এপার ওপার সাহিত্য উৎসব
    আজকাল | ২৭ নভেম্বর ২০২২
  • শিবানী পান্ডে: শনিবার থেকে শুরু হল পাঁচদিনের এপার ওপার ২০২২ ষষ্ঠ সাহিত্য উৎসব৷ চারটি মঞ্চে এই সাহিত্য উৎসব চলছে।

    উদ্ধোধনে উপস্থিত ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়, সুধাংশুশেখর দে, প্রচেত গুপ্ত, সুকুমার ঘোষ, বিনায়ক বন্দোপাধ্যায়, পিনাকী রায় ও বহু বিশিষ্ট কবি, সাহিত্যিক৷ শুরুতে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়৷ এরপর আলাপন বন্দ্যোপাধ্যায় 'সমাজের জন্ম ও কবিতার নির্মিতি' বিষয়ে বক্তব্য রাখেন। উত্তর সাধক ও অগ্রপথিক পুরস্কার প্রদান করা হয় সাহিত্যের বিভিন্ন বিভাগের জন্য। উল্লাস মল্লিক, সিজার বাগচী, জয়ন্ত নারায়ণ উপন্যাসের জন্য পুরস্কার পান৷

    ছোটগল্পে অগ্রপথিক পুরস্কার পান শুভমানস ঘোষ, উত্তর সাধক পান পত্রলেখা নাথ, বিশ্বদীপ দে প্রমুখ৷ প্রবন্ধে উত্তর সাধক পান শুভব্রত বন্দ্যোপাধ্যায়৷ চলচ্চিত্রে অগ্রপথিক পান গৌতম হালদার, উত্তর সাধক প্রসূন চট্টোপাধ্যায়। আলোকচিত্রে অগ্রপথিক অতনু পাল, উত্তর সাধক শুভারঞ্জন ভৌমিক। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সুদীপ্তা রায়চৌধুরী মুখার্জি ও ডালিয়া বসু সাহা৷ 
  • Link to this news (আজকাল)