• কয়লা কারবারি রাজু ঝাকে খুনের মামলার চার্জ গঠন
    আনন্দবাজার | ২১ মে ২০২৪
  • কয়লা কারবারি রাজু ঝাকে খুনের মামলার চার্জ গঠন হল সোমবার। বর্ধমানের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে মামলাটির বিচার চলছে। ঘটনায় সাত জন অভিযুক্ত। তার মধ্যে অভিজিৎ মণ্ডল জামিনে রয়েছেন। ধৃত বাকি ছ’জন রয়েছেন বিচারবিভাগীয় হেফাজতে।

    আদালত সূত্রে খবর, মামলাটি অনেকটাই সাইবার তথ্যের উপর নির্ভরশীল। সেই কারণে সাইবার বিশেষজ্ঞ বিভাস চট্টোপাধ্যায়কে বিশেষ সরকারি আইনজীবী হিসাবে নিয়োগ করা হয়েছে। সোমবারের শুনানিতে সরকারি আইনজীবী ঘটনায় প্রত্যেকের কী ভূমিকা ছিল, তা তুলে ধরেন। চার জন শার্প শুটারের বিরুদ্ধে খুন ও অস্ত্র আইন, খুনের চেষ্টা-সহ কয়েকটি ধারায় চার্জ গঠন করা হয়েছে। অভিজিৎ-সহ বাকি ৩ জনের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার ধারায় চার্জ গঠিত হয়েছে। সরকারি আইনজীবী বলেন, ‘‘৪ জনের বিরুদ্ধে সরাসরি খুন-সহ আরও কয়েকটি ধারায় চার্জ গঠন হয়েছে। জুন মাসের শেষের দিকে মামলার চূড়ান্ত বিচারপর্ব শুরু হবে।’’
  • Link to this news (আনন্দবাজার)