• বিশ্বকাপের দলে সুযোগ পেলেন ম্যাকগার্ক, চূড়ান্ত দল ঘোষণা অস্ট্রেলিয়ার...
    আজকাল | ২১ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অবশেষে আইপিএলে ভাল ফর্মের পুরস্কার পেলেন। অস্ট্রেলিয়া দলে জায়গা পেলেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। টি-২০ বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল বেছে নিল অস্ট্রেলিয়া। সেই দলের রিজার্ভে রাখা হয়েছে ফ্রেজার-ম্যাকগার্ককে। দিল্লির জার্সিতে এবার নজর কাড়েন‌ ২২ বছরের অস্ট্রেলিয়ান তরুণ। ওপেনিংয়ে নেমে ঝড় তোলেন। বিশ্বকাপের প্রাথমিক দলে তাঁকে রাখা হয়নি। সেই নিয়ে কম সমালোচনা হয়নি ক্রিকেট অস্ট্রেলিয়ার। শেষমেষ টি-২০ বিশ্বকাপের জন্য সোমবার যে চূড়ান্ত দল ঘোষণা হয়েছে, সেখানে আছেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। তবে রিজার্ভ হিসেবে। অর্থাৎ কেউ চোট পেয়ে ছিটকে গেলে তখন সুযোগ পাবেন তিনি। আগেই ১৫ জনের দল বেছে নিয়েছিল অস্ট্রেলিয়া। সেই দলে কোনও পরিবর্তন করা হয়নি। এবার আরও দু'জনকে রিজার্ভে রাখা হল। ম্যাকগার্ক ছাড়াও ম্যাট শর্টকে নেওয়া হয়েছে। সুতরাং বাদের তালিকাতেই থাকলেন স্টিভ স্মিথ। তারকা ক্রিকেটারকে ছাড়াই বিশ্বকাপ খেলবে অজিরা। টি-২০ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। আইপিএল খেলা ক্রিকেটারদের মধ্যে দলে আছেন ট্রাভিস হেড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ক্যামেরুন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, টিম ডেভিডরা। তারমধ্যে প্রথম পাঁচজনের দল প্লে অফে‌ উঠেছে। অস্ট্রেলিয়া দল দু'দফায় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছবে। আইপিএল শেষ হওয়ার পর বাকিরা দলের সঙ্গে যোগ দেবেন। 
  • Link to this news (আজকাল)