KKR: পরিসংখ্যানে কে এগিয়ে? মোতেরায় নাইটদের রেকর্ড কেমন?
আজকাল | ২১ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার রাতে সমস্ত ক্রিকেটপ্রেমীর নজর থাকবে আহমেদাবাদে। আজ মোতেরায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি কেকেআর এবং সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নাইটদের সার্বিক পারফরমেন্স কেমন? আহমেদাবাদের স্টেডিয়ামে মোট পাঁচটি ম্যাচ খেলেছে কেকেআর। তারমধ্যে দুটোতে জিতেছে, তিনটেতে হেরেছে। সানরাইজার্স হায়দরাবাদের রেকর্ডও প্রায় একই। তাঁরা মোট তিনটে ম্যাচ খেলেছে মোতেরায়। জিতেছে একটিতে, বাকি দুটি হেরেছে। এই মাঠে টি-২০ তে কেকেআরের গড় রান ১৫৬। সানরাইজার্সের ১৫০। গত বছর আইপিএলে এই মাঠে নাইটদের সর্বোচ্চ রান। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৭ রান তোলে কেকেআর। ম্যাচটা তিন উইকেটে জিতেছিল নাইটরা। অন্যদিকে এই স্টেডিয়ামে চলতি আইপিএলে সর্বোচ্চ রান তোলে হায়দরাবাদ। ২০ ওভারের শেষে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান করে। কিন্তু সাত উইকেটে ম্যাচ হেরে যায়। এই প্রথম কেকেআর এবং সানরাইজার্স নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে। পরিসংখ্যানের দিক থেকে একটু হলেও এগিয়ে নাইটরা। মোতেরার পিচ সাধারণত মন্থর। এখানে খুব বড় রান ওঠে না। সুতরাং, এই পিচে সানরাইজার্সের মারকাটারি ব্যাটিং মানানসই নয়। বরং স্পিনারদের সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি। এই বিভাগে হায়দরাবাদের থেকে অনেকটাই এগিয়ে কেকেআর। রয়েছে দুই ছন্দে থাকা স্পিনার সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী। তাই প্রথম কোয়ালিফায়ারে শ্রেয়সদের ফেভারিট হিসেবে দেখা হচ্ছে। গম্ভীরের দল কি পারবে আজ জিতে সরাসরি ফাইনালের টিকিট জোগাড় করতে?