• নাইটদের ম্যাচের আগে আহমেদাবাদে জঙ্গি গ্রেপ্তার, স্টেডিয়াম মুড়ে ফেলা হল নিরাপত্তার চাদরে...
    আজকাল | ২১ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের প্রথম কোয়ালিফায়ারের আগে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের আগে হঠাৎ জঙ্গি হানার আশঙ্কা। ম্যাচের আগের দিন, অর্থাৎ সোমবার আহমেদাবাদ বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছে চার জঙ্গি। প্রত্যেকেই শ্রীলঙ্কার। অনুমান করা হচ্ছে, শ্রীলঙ্কা থেকে প্রথমে চেন্নাইয়ে আসে তাঁরা। সেখান থেকে আহমেদাবাদ। তাই হাই-অ্যালার্ট জারি করা হয়েছে। নিরাপত্তা দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। ৩০০০ পুলিশকর্মী মোতায়ন করা হচ্ছে স্টেডিয়ামে। তারমধ্যে থাকবে পাঁচজন ডেপুটি কমিশনার এবং ১০ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। এছাড়াও ৮০০ জন প্রাইভেট সিকিউরিটি গার্ড থাকবে স্টেডিয়ামের চারটে প্রধান গেটে। যার ফলে স্টেডিয়ামে ঢুকতে নিরাপত্তার তিন ধাপ পেরোতে হবে সমর্থকদের। গ্যালারিতেও থাকবে কড়া নিরাপত্তা। প্রসঙ্গত, বিশ্বকাপের সময়ও জঙ্গির আশঙ্কা ছিল। বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচের আগে। তাই নিরাপত্তায় কোনও ত্রুটি রাখেনি কেন্দ্রীয় সরকার। আবার বিশ্বকাপ ফাইনালের আগেও জঙ্গি হানার আশঙ্কা দেখা দিয়েছিল। তাই আহমেদাবাদের স্পর্শকাতর জায়গাগুলোতে বিশেষ বাহিনী মোতায়েন করা হয়। স্টেডিয়ামে ছিল অটুট নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু আইপিএলের কোয়ালিফায়ারের আগেও যে এমন পরিস্থিতি তৈরি হবে ভাবা যায়নি। কিন্তু আচমকা ম্যাচের আগের দিন বিমানবন্দর থেকে জঙ্গি গ্রেপ্তারের ঘটনায় নিরাপত্তা আরও বাড়ানো হল। সবরকম পরিস্থিতির জন্য প্রস্তুত মোতেরা স্টেডিয়াম। 
  • Link to this news (আজকাল)