• লাইসেন্সের জন্য আর পরীক্ষা দিতে হবে না সরকারি দপ্তরে! নয়া নির্দেশিকা কেন্দ্রের...
    আজকাল | ২১ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ড্রাইভিং লাইসন্সের জন্য নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্র। ১ জুন থেকে লাইসেন্সের জন্য আর সরকারি পরিবহণ দপ্তরে পরীক্ষা দিতে হবে না। নয়া নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি দপ্তরের পরিবর্তে ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রেই লাইসেন্সের পরীক্ষা দেওয়া যাবে। প্রতিষ্ঠানগুলিকে লাইসেন্সের যোগ্যতার জন্য পরীক্ষা নেওয়া এবং সার্টিফিকেট প্রদানের জন্য অনুমোদন দেওয়া হবে। দূষণ কমাতে প্রায় ৯ লক্ষ পুরনো যানবাহনের রেজিস্ট্রেশন বাতিল করা হবে। অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর জন্য জরিমানা ১০০০ টাকা থেকে ২০০০ টাকার মধ্যেই থাকছে। কিন্তু কোনো নাবালক ধরা পড়লে সেক্ষেত্রে জরিমানার পরিমাণ ২৫,০০০ টাকা। পাশাপশি, বাতিল করে দেওয়া হবে গাড়ির মালিকের রেজিস্ট্রেশন। সমস্ত ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে লাইসেন্সের পরীক্ষা নেওয়ার জন্য বিভিন্ন শর্ত দেওয়া হয়েছে। সেগুলো থাকলে তবেই নেওয়া যাবে পরীক্ষা।
  • Link to this news (আজকাল)