• Flamingos Found Dead:‌ এমিরেটসের বিমানের ধাক্কায় মৃত ৩৬ ফ্লেমিঙ্গো পাখি
    আজকাল | ২১ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বিমানের ধাক্কায় মৃত অন্তত ৩৬টি ফ্লেমিঙ্গো পাখি। সোমবার রাতে মুম্বইয়ের ঘাটকোপরের পন্তনগরের লক্ষ্মী নগর এলাকায় এমিরেটস বিমানের ধাক্কায় অন্তত ৩৬টি ফ্লেমিঙ্গোর মৃত্যু হয়। জানা গেছে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫০৮ বিমানটি রাত ৯টা ১৮ মিনিটে পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কা খায়। ক্ষতিগ্রস্ত বিমানটি মুম্বই বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। জানা গেছে দুবাই থেকে আসছিল বিমানটি। এই ঘটনার পর অতিরিক্ত চিফ কনজারভেটর অফ ফরেস্ট (ম্যানগ্রোভ প্রোটেকশন সেল) এসওয়াই রামা রাও জানিয়েছেন, ওই এলাকায় ৩৬টি ফ্লেমিঙ্গোর মৃতদেহ পাওয়া গিয়েছে। তিনি বলেন, এই পাখিগুলি একটি বিমানের ধাক্কায় মারা যায়। এছাড়া আরও বহু পাখি আহত হয়েছে এই ঘটনায়। বনকর্মীরা আক্রান্ত ফ্লেমিঙ্গোর খোঁজে তল্লাশি শুরু করেছে সেই অঞ্চলে। বিমানবন্দর কর্তৃপক্ষ পাখির ঝাঁকের সঙ্গে বিমানের ধাক্কা লাগার বিষয়টি নিশ্চিত করেছে। 
  • Link to this news (আজকাল)