• ব্যাঙ্কিং ক্ষেত্রে ২০২৪ অর্থবর্ষে নেট মুনাফা বাড়ায় আপ্লুত মোদি ...
    আজকাল | ২১ মে ২০২৪
  • ‌‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ ২০২৪ অর্থবর্ষে ব্যাঙ্কিং ক্ষেত্রে নেট মুনাফা ৩ লক্ষ কোটি পেরিয়ে যাওয়ায় আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাষ্ট্রায়ত্ত্ব এবং বেসরকারী ব্যাঙ্কের নেট মুনাফার পরিমাণ ২০২৩ অর্থবর্ষের ২.‌২ লক্ষ কোটি টাকা থেকে ৩৯ শতাংশ বেড়ে ৩.‌১ লক্ষ কোটিতে পৌঁছেছে। রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের ক্ষেত্রে আগের বছরের তুলনায় মুনাফা বেড়েছে ৩৪ শতাংশের বেশি। অন্যদিকে, বেসরকারী ক্ষেত্রে এই মুনাফা বৃদ্ধির পরিমাণ ৪২ শতাংশ। সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদি লিখেছেন, ‘‌ব্যাঙ্কিং ক্ষেত্রে এই বিকাশের ফলে এমএসএমই, দরিদ্র এবং কৃষকদের কাছে ঋণের সুবিধা বৃদ্ধি পাবে।’‌ 
  • Link to this news (আজকাল)