• Mysterious Death: ‌বাবা মোবাইল কেড়ে নিতেই চরম পদক্ষেপ তিলজলার নবম শ্রেণির পড়ুয়ার...
    আজকাল | ২১ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ তিলজলায় আত্মঘাতী নবম শ্রেণির পড়ুয়া। জানা গেছে পড়ুয়াটির মোবাইলের প্রতি ছিল তীব্র আসক্তি। তার জন্য পরীক্ষার ফল খারাপ হচ্ছিল। বাবা মোবাইল কেড়ে নিতেই অভিমানে চরম পদক্ষেপ নেয় পড়ুয়াটি। পুলিশ জানিয়েছে, পূর্ব কলকাতার তিলজলা এলাকার বাসিন্দা ওই ছাত্র। রাইচরণ ঘোষ লেনের একটি চারতলা বাড়ির তিনতলায় থাকে ওই ছাত্রটির পরিবার। নবম শ্রেণির ওই ছাত্রটির মোবাইলের প্রতি আসক্তি দিনে দিনে বেড়েই যাচ্ছিল বলে খবর। দিনভর মজে থাকত মোবাইলে। পড়াশোনা করতে চাইত না বলেই খবর। অভিভাবকরা তা নিয়ে বকাবকি করত। এর পর বকুনি থেকে বাঁচতে লুকিয়ে মোবাইলে গেম খেলত। স্বাভাবিকভাবেই পরীক্ষার ফল খারাপ হতে শুরু করে। রাগে কিশোরের বাবা মোবাইলটি তার কাছ থেকে কেড়ে নেন। এরপরই ঘরের দরজা বন্ধ করে দেয় সে। অনেকক্ষণ ধরে তাঁর সাড়া না পেয়ে অভিভাবকরা দরজা ভেঙে ঘরে ঢোকেন। সেই সময় ওই ছাত্রকে গলায় ওড়না জড়ানো অবস্থায় সিলিং থেকে ঝুলতে দেখা যায়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার তদন্ত করছে পুলিশ। 
  • Link to this news (আজকাল)