• সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস বঙ্গে, শুক্র–শনি ভারী বর্ষণের সম্ভাবনা...
    আজকাল | ২১ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ গোটা সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। পাশাপাশি ঘূর্ণিঝড় তৈরির অনুকুল পরিস্থিতিও রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী শুক্রবার এবং শনিবার কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের চার জেলায় অতি ভারী বৃষ্টিও হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়বৃষ্টির কারণে আগামী শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা গভীর সমুদ্রে রয়েছেন, তাদের বৃহস্পতিবারের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে। এদিকে, উত্তরবঙ্গে মঙ্গল থেকে বৃহস্পতি অবধি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, কলকাতায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৫.‌৯ ডিগ্রি সেলসিয়াস। ‌‌
  • Link to this news (আজকাল)