Cyber Security: সাইবার নিরাপত্তায় বড় বিনিয়োগের ঘোষণা
আজকাল | ২১ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: সাইবার নিরাপত্তা জোরদার করতে বিনিয়োগ করতে চলেছে ইন্ডাস নেট টেকনোলোজিস। এটি কলকাতার একটি বিশিষ্ট ডিজিটাল ট্রান্সফরমেশন কোম্পানি। সোমবার কলকাতার পার্ক হোটেলে একটি সম্মেলনে সংস্থার তরফে আগামী বছর ৮ থেকে ১০ কোটি টাকা সাইবার নিরাপত্তায় বিনিয়োগের ঘোষণা করা হয়। সহায়তা প্রদান করা হবে প্রাইম ইনফোসার্ভকে। যারা সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করছে। এদিন উপস্থিত ছিলেন ইন্ডাস নেট টেকনোলোজিসের প্রতিষ্ঠাতা ও সিইও অভিষেক রুংতা। হাজির ছিলেন প্রাইম ইনফোসিভের তরফে সিইও সুশোভন মুখার্জি।