• আরপিএফ-বৃহন্নলা ধুন্ধুমার বর্ধমান স্টেশনে! মারধরে জখম ৫
    ২৪ ঘন্টা | ২১ মে ২০২৪
  • অরূপ লাহা: বর্ধমান স্টেশনে ধুন্ধুমার। রেল সুরক্ষা বাহিনীর সঙ্গে তৃতীয় লিঙ্গের সদস্যদের একাংশের ঝামেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রথমে রেল সুরক্ষা বাহিনী তথা আরপিএফের সঙ্গে বচসা শুরু হয় তৃতীয় লিঙ্গের সদস্যদের। তারপর তারা আরপিএফের তাড়া খেয়ে স্টেশনের প্ল্যাটফর্মের বাইরে চলে যান। কিন্তু তারপরেই তারা পালটা আক্রমণ করেন। প্ল্যাটফর্মের বাইরে আরপিএফের কর্মীরা তৃতীয় লিঙ্গের সদস্যদের আক্রমণের মুখে পড়েন। তাদের মারধর করা হয় বলে অভিযোগ। আরপিএফের দাবি, তাদের ৫ জন কর্মী তৃতীয় লিঙ্গের সদস্যদের মারে জখম হয়েছেন।ওদিকে, তৃতীয় লিঙ্গের সদস্যদের অভিযোগ আরপিএফ বিনা কারণে তাদের কাজে বাধা দিচ্ছে ও মারধর করছে। তাদের ট্রেনে ও প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আরপিএফ প্রতিনিয়ত অত্যাচার করছে বলে দাবি তৃতীয় লিঙ্গের সদস্যদের। বর্ধমান স্টেশনের আরপিএফ ইনসপেকটর আশিষ কুমার সরকার জানান, মঙ্গলবার বর্ধমান স্টেশনের প্ল্যাটফর্মে স্পেশাল অভিযান চালানো হয় আরপিএফের পক্ষ থেকে। কারণ বেশ কয়েকদিন ধরেই বারে বারে সাধারণ ট্রেনযাত্রীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল যে চলন্ত ট্রেনের কামরায় তৃতীয় লিঙ্গের সদস্যরা সাধারণ ট্রেনযাত্রীদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করছে। টাকা দিতে অস্বীকার করলে ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয় বলে অভিযোগ।এরপরই এদিন বর্ধমান স্টেশনের প্ল্যাটফর্মে অভিযান চালানো হয় আরপিএফ-এর পক্ষ থেকে। আর সেই অভিযানকে ঘিরেই উত্তেজনা সূত্রপাত। আরপিএফ জানিয়েছে, তাদের ৫ জন কর্মী জখম হয়েছেন তৃতীয় লিঙ্গের সদস্যদের আক্রমণে। ওদিকে অভিযানের পর প্রায় শ’দেড়েক তৃতীয় লিঙ্গের সদস্য আরপিএফের অফিসের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখায়। বেশ খানিকক্ষণ বিক্ষোভ চলার পর তৃতীয় লিঙ্গের সদস্যরা শেষ পর্যন্ত আরপিএফের অফিসের সামনে থেকে সরে যায়। 
  • Link to this news (২৪ ঘন্টা)