• নিউটাউনে সিপিএম-বিজেপির বেআইনি পার্টি অফিস! বন্ধের নির্দেশ হাই কোর্টের
    প্রতিদিন | ২১ মে ২০২৪
  • গোবিন্দ রায়: তৃণমূলের পর এবার সিপিএম-বিজেপির দলীয় কার্যালয় নিয়ে কড়া নির্দেশ কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার। রাজারহাট এলাকার ৪টি পার্টি অফিস অবিলম্বে বন্ধের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। এর মধ্যে তিনটি সিপিএম এবং একটি বিজেপির অফিস। ?বেআইনি? দলীয় কার্যালগুলি গড়ে উঠেছে সেচদপ্তর, পিডব্লিউডি এবং হিডকোর জমিতে। নির্মাণ খতিয়ে দেখে সেগুলি ভাঙার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    নিউটাউনের সরকারি জমিতে বেআইনিভাবে তৃণমূলের পার্টি অফিস তৈরি করা হয়েছে—এই অভিযোগ তুলে হাই কোর্টে মামলা দায়ের হয়। সম্প্রতি নিউটাউনে সরকারি জমি দখল করে গড়ে তোলা তৃণমূলের দলীয় দপ্তর ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট।

    বিচারপতি সিনহার সিঙ্গল বেঞ্চের নির্দেশ ছিল, ওই স্থানে রাজ্যের শাসকদলের যে তিনটি দপ্তর রয়েছে, তা ভেঙে ফেলতে হবে। জমিটি রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা ‘হিডকো’র বলে জানা যায়। ওই নির্মাণ নিয়ে হিডকোর বক্তব্য জানতে চেয়েছিল উচ্চ আদালত। মামলাকারী শুনানিতে দাবি করেন, হিডকোর জমিতে এমন আরও ৩৫টি রাজনৈতিক দপ্তর বানানো হয়েছে।

    হাই কোর্টে রিপোর্ট দিয়ে হিডকো জানায়, বেআইনিভাবে তাদের জমিতে ওই পার্টি অফিসগুলি গড়ে তোলা হয়েছে। বিচারপতি সিনহা হিডকো কর্তৃপক্ষের উদ্দেশে প্রশ্ন করেন, “কেন নিজেদের সম্পত্তি রক্ষা করতে পারছেন না? অবৈধ নির্মাণ আটকাতে কি হিডকোর কোনও নির্দিষ্ট আইন নেই?” তার পরেই দলীয় দপ্তরগুলি ভেঙে ফেলার নির্দেশ দেন বিচারপতি সিংহ।
  • Link to this news (প্রতিদিন)