• KKR: বায়ার্ন থেকে গম্ভীরদের সমর্থন, প্লে অফের আগে হ্যারি কেনের শুভেচ্ছাবার্তা...
    আজকাল | ২২ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সুদূর জার্মানি থেকে কেকেআরের জন্য এল শুভেচ্ছাবার্তা। প্লে অফের আগে এমন একজন গৌতম গম্ভীরের দলের জন্য বার্তা পাঠালেন, যা কল্পনাতীত। প্রথম কোয়ালিফায়ারে নামার আগে কেকেআর দলকে শুভেচ্ছা জানান বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার হ্যারি কেন। নিজেদের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে কেকেআরের সোশ্যাল মিডিয়া‌ টিম। সেখানেই নাইটদের উদ্দেশে শুভেচ্ছাবার্তা দিতে দেখা যায় ইংলিশ তারকাকে। হ্যারি কেন বলেন, 'কলকাতা নাইট রাইডার্স, তোমরা মরশুমের শুরুটা দারুণ করেছো। মরশুমের বাকি ম্যাচগুলোতে প্রত্যেক নাইটের জন্য শুভেচ্ছা রইল। এফসি বায়ার্ন মিউনিখ তোমাদের সাপোর্ট করবে।' বায়ার্নে প্রথম মরশুম ভাল যায়নি কেনের। ৪৫ ম্যাচে ৪৪ গোল করেছেন টটেনহ্যামের প্রাক্তন তারকা। এছাড়াও রয়েছে ১২টি অ্যাসিস্ট। তবে বায়ার্নের মতো ক্লাবে ট্রফি জয় বাধ্যতামূলক। ২০০১-০২ মরশুমের পর এই প্রথম ট্রফিহীন বায়ার্ন মিউনিখ। জার্মানিতে ইউরো শুরু হতে আর একমাসও বাকি নেই। বসনিয়া এবং আইসল্যান্ডের বিরুদ্ধে দুটো প্রীতি ম্যাচের জন্য জাতীয় দলে যোগ দেবেন ইংলিশ অধিনায়ক। এবার হ্যারি কেনের বার্তা আরও তাতিয়ে দেবে নাইটদের। ১৪ ম্যাচের মধ্যে ১২টি ম্যাচ খেলেছে কেকেআর। তারমধ্যে মাত্র তিনটি ম্যাচে হেরেছে। বাকি দুই ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। একই ধারাবাহিকতা বজায় রেখে মঙ্গলবারই ফাইনালের টিকিট হাতে পাওয়ার আপ্রাণ চেষ্টা করবে নাইটরা। 
  • Link to this news (আজকাল)