• Heatwave: ৪৭ ডিগ্রিতে পুড়ছে দিল্লি, শুক্রবার পর্যন্ত উত্তর ভারতে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা ...
    আজকাল | ২২ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে তাপমাত্রা ছাড়াল ৪৭ ডিগ্রি সেলসিয়াস। শুধুমাত্র রাজধানীতেই নয়, গোটা উত্তর ভারতেই গরমে হাঁসফাঁস দশা। চলতি সপ্তাহে তাপপ্রবাহ থেকে রেহাই মিলবে না। শুক্রবার পর্যন্ত উত্তর ভারতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। মৌসম ভবন সূত্রে খবর, মঙ্গলবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ৪৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৫ দিন দিল্লি ও সংলগ্ন এলাকায় তাপপ্রবাহ চলবে। যার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, ওড়িশা, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, উত্তরাখণ্ডে। রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ঊর্ধ্বেই রয়েছে। শুক্রবার পর্যন্ত উত্তর ভারতের কোনও রাজ্যেই বৃষ্টির পূর্বাভাস নেই।
  • Link to this news (আজকাল)