• 'আমি দোষী নই, কেন স্বীকার করব'', শ্লীলতাহানি মামলায় আদালতে মন্তব্য ব্রিজভূষণের...
    আজকাল | ২২ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে শুনানির মুখোমুখি ব্রিজভূষণ শরণ সিং। মহিলা কুস্তিগীরদের শ্লীলতাহানির অভিযোগে তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে। তবে আদালতে দাঁড়িয়ে এদিন কুস্তি ফেডারেশনের প্রাক্তন চেয়ারম্যান দাবি করেন, তিনি দোষী নন। বলেন, আমি যখন কোনো ভুল করিনি, তখন কেন স্বীকার করব। আমি বিচারব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুত। শ্লীলতাহানির অভিযোগের মুখে পড়ে এবারের নির্বাচনে টিকিট পাননি ব্রিজভূষণ। তার জায়গায় টিকিট দেওয়া হয়েছে ব্রিজভূষণ পুত্র করণভূষণ সিংকে। এদিন আদালতে দাঁড়িয়ে ব্রিজভূষণ সাফ জানান, মিথ্যে মামলা সাজানো হয়েছে। এবার দিল্লি পুলিশকে উপযুক্ত প্রমাণ দিতে হবে। আমি যে নির্দোষ তার প্রমাণ আমার কাছে আছে।
  • Link to this news (আজকাল)