হামলা হতে পারে, নিরাপত্তা চেয়ে হাইকোর্টে কার্তিক মহারাজ
আজকাল | ২২ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের বেলডাঙায় ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে হামলা হতে পারে। সেই কারণেই উদ্বেগ প্রকাশ করে এবার নিরাপত্তা চেয়ে হাইকোর্টে গেলেন কার্তিক মহারাজ। তাঁর আশঙ্কা, ভারত সেবাশ্রম সংঘের এই আশ্রমে হামলা হতে পারে। এমনকি ভাঙচুর করা হতে পারে বলেও ভয় পাচ্ছেন তিনি। সে কারণেই আইনজীবী মারফত নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হওয়া। তবে তাঁর এও দাবি যে, নিজে তিনি একফোঁটাও ভয় পান না। হাসপাতাল, আশ্রম এবং সেখানকার মানুষদের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। গত কয়েকদিনে কার্তিক মহারাজ সংবাদ শিরোনামে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্তব্যের পর তাঁকে আইনি নোটিশও পাঠিয়েছেন ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ।