• Election: ‌মিঠুনের রোড শোয়ে ধেয়ে এল ইট, জলের বোতল ও জুতো, তুলকালাম মেদিনীপুরে...
    আজকাল | ২২ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ভোটের মধ্যেই নানা প্রান্ত থেকে আসছে অশান্তির অভিযোগ। একদিকে উলুবেড়িয়ায় তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজি। আবার পূর্ব মেদিনীপুরে বিজেপি কর্মীদের উপর সশস্ত্র হামলা দুষ্কৃতীদের। এরই মধ্যে মিঠুন চক্রবর্তীর রোড শো ঘিরে তুলকালাম মেদিনীপুরে। জুতো–ইট–বোতল ছোড়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে রোড–শো করছিলেন মিঠুন। আচমকাই বিজেপির মিছিলে ধেয়ে আসতে থাকে জল ভর্তি প্লাস্টিকের বোতল, জুতো, ইট। প্রচারগাড়ি থেকে জুতো, বোতল না–ছোড়ার অনুরোধও করেন প্রার্থী অগ্নিমিত্রা। এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। বিজেপির অভিযোগ, এই বিশৃঙ্খলা তৈরির জন্য দায়ী তৃণমূল। তৃণমূল যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। প্রসঙ্গত, শনিবার ষষ্ঠ দফায় মেদিনীপুর কেন্দ্রে ভোট। বিজেপি প্রার্থীর সমর্থনে মেদিনীপুরে প্রচারে আসেন মিঠুন। এই আসনে তৃণমূলের প্রার্থী জুন মালিয়া।
  • Link to this news (আজকাল)