আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার দুপুরে প্রবীণদের ভোটগ্রহণকে কেন্দ্র করে উত্তপ্ত বেলেঘাটা। প্রায় আধঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হল পুলিশকে। এদিন প্রবীণদের বাড়িতে ভোট নিতে গিয়েছিলেন নির্বাচন কমিশনের কর্মীরা। তৃণমূলের অভিযোগ, সেখানেই প্রভাব খাটানোর চেষ্টা করেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, প্রবীণদের ভোটগ্রহণের সময় শুধু নির্বাচন কমিশনের আধিকারিকদের থাকার কথা। সেখানে বহিরাগতদের সঙ্গে নিয়ে বিজেপি প্রার্থী প্রভাব খাটানোর চেষ্টা করেছেন। পাল্টা বিজেপির অভিযোগ, এলাকার কাউন্সিলরের নেতৃত্বে হামলা চালিয়েছে তৃণমূল। শাসক দলের বিরুদ্ধে এক বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দুই দলের সংঘর্ষে কার্যত বন্ধ হয়ে যায় রাস্তা। বচসা থেকে পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে চলে যায়। পুলিশের হস্তক্ষেপে কোনোরকমে গাড়িতে তুলে বের করে নিয়ে আসা হয় বিজেপি প্রার্থী তাপস রায়কে। আধঘন্টার চেষ্টায় অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।