আজকাল ওয়েবডেস্ক: মাঝ আকাশে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে বিপত্তি। প্রবল ঝাঁকুনিতে বিমানের মধ্যে মৃত্যু হল এক যাত্রীর। আহত হয়েছেন আরও ৩০ জন। এরপরই বিমানটির জরুরি অবতরণ করানো হয়। সিঙ্গাপুর এয়ারলাইন্স একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, সোমবার লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে এসকিউ৩২১ বোয়িং বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়। বিমানটিতে ২১১ জন যাত্রী এবং ১৮ জন বিমান কর্মী ছিলেন। আচমকা মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি হয়। এরপরই মঙ্গলবার দুপুর সাড়ে ৩টে নাগাদ ব্যাঙ্ককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। কীভাবে এই ঝাঁকুনি হল, তা ঘিরে এখনও কোনও বিবৃতি দেয় বিমান কর্তৃপক্ষ।