• ‌হিংসার আশঙ্কা, ভোট মিটলেও অন্তত আরও ১৫ দিন রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী...
    আজকাল | ২২ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ হিংসার আশঙ্কা রয়েছে। তাই ভোট মিটে গেলেও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। আগামী ৪ জুন লোকসভা ভোটের ফল ঘোষণার পরেও আরও প্রায় ১৫ দিন বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর। সিআইএসএফ, সিআরপিএফ, বিএসএফ এবং এসএসবি মিলিয়ে ৩২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যের বাছাই করা কিছু এলাকায় মোতায়ন রাখা হবে বলে সূত্রের খবর। পরিস্থিতি বুঝে ১৫ দিন নয়, তারও বেশি দিন কেন্দ্রীয় বাহিনী রাখা হতে পারে। প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনের পর বাংলার বিভিন্ন জায়গায় হিংসায় অন্তত দশ জন মারা যান। পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে এবার লোকসভা নির্বাচনের পরে বাংলায় হিংসা শুরু হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। তাই এই সিদ্ধান্ত। 
  • Link to this news (আজকাল)