দু’বছর আগে বাড়ির কাছেই খুন হয়ে গিয়েছিলেন পানিহাটির তৃণমূলের পুরপ্রতিনিধি। সেই ঘটনার নেপথ্যে বিজেপির হাত রয়েছে বলে সে সময়ে অভিযোগ তুলেছিল শাসকদল। অথচ এ বারের লোকসভা ভোটের প্রচারে গিয়ে সেই খুনের বিষয়ে কেন কোনও
কথা বলছেন না তৃণমূলের নেতা-কর্মীরা, তা নিয়ে এ বার প্রশ্ন তুলছে খোদ পদ্ম-শিবিরই। পাশাপাশি, ওই ঘটনাকেই ‘হাতিয়ার’ করে ভোটের ময়দানে নামতে চাইছে বিজেপি। পুরপ্রতিনিধি অনুপম দত্তের আসল খুনিদের সাজা দিতে চাইলে বিজেপি-কে ভোট দেওয়ার কথা জনসাধারণের কাছে বলতে শুরু করেছেন পদ্ম শিবিরের নেতা-কর্মীরা।
মঙ্গলবার বিজেপির কলকাতা উত্তর শহরতলি জেলার সহ-সভাপতি তথা দমদম লোকসভার সহ-আহ্বায়ক কৌশিক চট্টোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। তা নিয়েই শোরগোল বেধেছে পানিহাটিতে। ২০২২ সালের ১৩ মার্চ সন্ধ্যায় আগরপাড়ায় বাড়ির কাছেই দুষ্কৃতীদের গুলিতে খুন হন অনুপম। ঘটনাটি ঘটেছিল পুরসভা ভোটের ফলাফল প্রকাশের দিন কয়েক আগে। ঘটনার কয়েক দিন পরে তিন অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে। সেই সময়ে মূল অভিযুক্ত বাপি পণ্ডিত বিজেপির কর্মী বলে দাবি তুলেছিলেন পানিহাটির তৃণমূল নেতারা। এমনকি, গোটা ঘটনার নেপথ্যে বিজেপির যোগ রয়েছে বলেও অভিযোগ করা হয়।
এই জায়গাতেই প্রশ্ন তুলেছেন এক সময়ে তৃণমূলের পুরপ্রতিনিধি থাকা কৌশিক। তাঁর দাবি, বিজেপিই যদি খুনের নেপথ্যে থাকে, তা হলে লোকসভা ভোটে সেই প্রসঙ্গ কেন তুলছে না শাসকদল? কৌশিক বলেন, ‘‘যদি সত্যিই অনুপমের খুনের নেপথ্যে বিজেপির হাত থাকত, তা হলে কী তৃণমূল এই সময়ে সেটাকে প্রচারের হাতিয়ার করত না? বরং সর্বত্র মাইক লাগিয়ে প্রচার করত। বলত, নো-ভোট টু বিজেপি।’’ তাঁর দাবি, পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ থেকে সাংসদ প্রার্থী সৌগত রায়, এমনকি, শাসকদলের অন্য কোনও পুরপ্রতিনিধি— কেউই প্রচারে বেরিয়ে এক বারের জন্যেও অনুপমের খুনের কথা তুলছেন না। বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা বলছেন, ‘‘আসলে প্রকৃত সত্যটা সকলেই জানেন!’’ এ দিন কৌশিক আরও বলেন, ‘‘কারা খুনিকে পাঠিয়েছিল, কারা আর্থিক মদত দিয়েছিল, পুলিশি সহায়তা কারা দিয়েছিল এবং কারা ওই দুষ্কৃতীদের এলাকা ছেড়ে বেরিয়ে যেতে সাহায্য করেছিল— সবটা সামনে আসা প্রয়োজন।’’
যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি অনুপমের স্ত্রী তথা পানিহাটি পুরসভার তৃণমূলের পুরপ্রতিনিধি মীনাক্ষী দত্ত। তবে নির্মল বলেন, ‘‘বিজেপি ও সিপিএম এমন অনেক ঘটনায় জড়িত। চারদিকে খুন-সন্ত্রাস করে বেড়াচ্ছে। সেটা আমরা অবশ্যই প্রচারে বলছি। সেখানে একটা নাম নিয়ে আলাদা ভাবে কী করে বলব? চারদিকে তো আরও অনেকে খুন হয়েছেন। আমরা অনুপম খুনের মামলা চালাচ্ছি। দোষীদের শাস্তি অবশ্যই দেব। অনুপম-সহ আমাদের আরও যাঁরা খুন হয়েছেন, তাঁদের সকলের কথা একসঙ্গে করে বলছি। তবে যখন অনুপমের ওয়ার্ডে মিটিং করব, তখন নিশ্চয়ই ওঁর কথা নির্দিষ্ট করে বলব।’’