ভোরের দিকে আগুন লেগে আতঙ্ক ছড়িয়ে পড়ল ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত শ্যামনগরের এক্সাইড ব্যাটারি কারখানায়। স্থানীয় সূত্রের খবর, পাঁচিল ঘেরা এই কারখানার চারপাশে ঘন জনবসতি রয়েছে। ফলে আগুন ছড়িয়ে ক্ষয়ক্ষতির আশঙ্কা করেছিলেন বাসিন্দারা।
পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার ভোর ৫টা নাগাদ স্থানীয় বাসিন্দারাই প্রথমে দেখেন, আগুনের লেলিহান শিখা আকাশের দিকে উঠছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল চারদিক। ওই কারখানা সূত্রে দাবি করা হয়েছে, কোনও ভাবে বিদ্যুতের তারে আগুন লেগে যায় এবং তা
পাওয়ার সাপ্লাই রুমে ছড়িয়ে পড়ে। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজে যায়। তত ক্ষণে আগুন ছড়িয়ে পড়ে ব্যাটারি তৈরির সরঞ্জামেও। প্রাথমিক তদন্তের পরে দমকল আধিকারিকদের অনুমান, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে।