• চলবে তাপপ্রবাহ, রাজধানীতে জারি ‘রেড অ্যালার্ট’
    আজকাল | ২২ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  রাজধানীতে বাড়বে তাপমাত্রা। রেড অ্যালার্ট জারি করা হল। পাশাপাশি রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশে আগামী ৫ দিন তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই সমস্ত রাজ্যগুলিতে আগামী ৫ দিন তাপমাত্রা ৪৫ ডিগ্রি থেকে ৪৭ ডিগ্রির কাছে থাকবে। শুধু তাই নয়, হিমাচল প্রদেশের বিভিন্ন অংশেও শীতের পরিবর্তে গরমের প্রভাবে কাবু মানুষরা। প্রয়োজন ছাড়া সকলকে রোদে বের হতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি বেশি পরিমানে জল খাওয়ার পাশাপাশি হালকা পোশাক পরার দিকে জোর দেওয়া হয়েছে। যদিও এবার সময়ের আগে বর্ষার আগমন হয়েছে। কিন্তু দেশের এই প্রান্তে এখনই বৃষ্টির দেখা মিলবে না বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। তবে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে প্রচুর বৃষ্টিপাত হবে। তামিলনাড়ু, কেরালার বিভিন্ন অংশে বিক্ষিপ্ত বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। 
  • Link to this news (আজকাল)