• Weather Update: তুমুল দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ ...
    আজকাল | ২২ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহ জুড়ে বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। বজ্রপাতের পাশাপাশি জেলায় জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। যার জন্য আগেভাগেই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপের জেরে বৃষ্টি শুরু হবে বুধবার থেকেই। আজ সকালেই বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, পশ্চিম বর্ধমানে প্রবল বৃষ্টি হতে পারে। শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন অংশে সমুদ্র পৃষ্ঠের থেকে ১.৫ থেকে ৫.৮ উচ্চতার মধ্যে ঘূর্ণাবর্তের অবস্থান করছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও হরিয়ানা থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত সমুদ্র পৃষ্ঠের ওপরে ঘূর্ণাবর্ত রয়েছে। এই কারণে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় আজ নিম্নচাপের সৃষ্টি হবে। এটি উত্তর-পূর্ব দিকে এগিয়ে শুক্রবার সকাল নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর ফলে শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার দাপটে শুক্রবার সমুদ্র উত্তাল থাকবে। এই আবহাওয়ায় মৎস্যজীবীদের বৃহস্পতিবার ও শুক্রবার সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
  • Link to this news (আজকাল)