• ‌ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের আপ্ত সহায়কের বাড়িতে পুলিশের হানা, গেরুয়া শিবিরের আরও দুই নেতার বাড়িতে অভিযান ...
    আজকাল | ২২ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোলোঘাটে ভাড়া নেওয়া গেস্ট হাউজে আচমকা পুলিশি অভিযানের অভিযোগ উঠেছিল। সেই ঘটনার পরপরই ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক তমঘ্ন দে–র খড়গপুরের বাড়িতে পুলিশের হানা। বিজেপির আরও ২ নেতার বাড়িতেও হানা দিয়েছে পুলিশ। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হিরণ। খবর পেয়ে বুধবার গভীর রাতেই সেখানে যান হিরণ। জানা গেছে, বুধবার গভীর রাতে খড়গপুরের তাল বাগিচায় হিরণ চট্টোপাধ্যায়ের পিএ তমঘ্নর বাড়িতে পৌঁছয় পুলিশ। পুলিশের সঙ্গে বাক–বিতন্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় তাঁকে। বিজেপি প্রার্থীর দাবি, কী কারণে পুলিশ আচমকা এই অভিযান করছে তা জানায়নি। অভিযোগ, তল্লাশি করার কোনও কাগজ সঙ্গে আনেনি। শুভেন্দুও অভিযোগ করেছিলেন কোনও সার্চ ওয়ারেন্ট ছাড়াই পুলিশ এসেছিল তল্লাশি করতে। ভোটের তিন দিন আগে এই পুলিশি অভিযানকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন হিরণ। পাশাপাশি হিরণের দাবি, তমোঘ্ন ছাড়াও কেশপুরে আরও এক বিজেপি নেতা এবং মেদিনীপুরে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের বাড়িতেও হানা দেয় পুলিশ। কিন্তু ঠিক কী কারণে আচমকা এই অভিযান, তা নিয়ে কিছুই জানায়নি পুলিশ।
  • Link to this news (আজকাল)