• পদ থেকে ‌সরানো হল আরও দুই আইএএস আধিকারিককে, যুক্ত থাকতে পারবেন না নির্বাচনের কাজে ...
    আজকাল | ২২ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ফের তৎপর নির্বাচন কমিশন। এবার উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক আইএএস অফিসার দিব্যা লোঙ্গানাথনকে (বসিরহাট) পদ থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। একই সঙ্গে পদ থেকে সরানো হয়েছে কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক আইএএস অফিসার রশ্মি কামালকে। বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানিয়েছে নির্বাচন কমিশন। দু’জনের কেউই নির্বাচনী কাজে যুক্ত থাকতে পারবেন না বলে জানিয়েছে কমিশন। কমিশন সূত্রে খবর, ২২ মে, বুধবার দুপুর ৩টের মধ্যে ওই দুই পদের জন্য উপযুক্ত তিন জন করে আইএএস অফিসারের নাম প্রস্তাব করতে হবে। তার মধ্যে থেকে এক জনকে বেছে নেওয়া হবে। কী কারণে এই দু’জন আইএএস আধিকারিককে পদ থেকে সরানো হল তা স্পষ্ট নয়।প্রসঙ্গত, ভোট ঘোষণার পর থেকেই কমিশন একাধিক সরকারি আধিকারিককে পদ থেকে সরিয়েছে। সরানো হয়েছে রাজ্য পুলিশের ডিজিকেও। গত সোমবার পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকারকে পদ থেকে সরিয়ে দেয় কমিশন। তাঁর বদলে নতুন পুলিশ সুপার হিসাবে দায়িত্ব নিয়েছেন ২০১৬ ব্যাচের আইপিএস অফিসার কুলদীপ সুরেশ। তিনি ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) পদে। পুরুলিয়ার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কেও পদ থেকে সরিয়েছে কমিশন। এ ছাড়াও, পূর্ব মেদিনীপুর জেলার আরও তিন পুলিশ আধিকারিককে সরিয়ে দিয়েছে কমিশন। 
  • Link to this news (আজকাল)