• ‌ভারতে চিকিৎসা করাতে এসে খুন হয়ে গেলেন বাংলাদেশের সাংসদ
    আজকাল | ২২ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ভারতে চিকিৎসা করাতে এসে নিখোঁজ হয়ে যান বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজিম। গত ৮ দিন ধরে নিখোঁজ থাকার পর জানা গেছে তিনি মৃত। নিউটাউনের এক আবাসনে খুন করা হয়েছে বাংলাদেশের সাংসদকে। বাংলাদেশের শাসকদল আওয়ামি লিগের ৩ বারের সাংসদের মৃত্যুতে রীতিমতো শোরগোল শুরু হয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রকও জানিয়েছে, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে সাংসদকে। ইতিমধ্যেই বাংলাদেশ পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে। বাংলাদেশ পুলিশ সূত্রে খবর, ধৃতরা খুনের কথা স্বীকার করেছে। জানা গেছে গত ১২ মে তিনি কলকাতায় আসেন চিকিৎসার জন্য। বরানগরে এক পরিচিতের বাড়িতে যান তিনি। সেখানে দু’‌দিন থাকার পর দিল্লি যাওয়ার নাম করে তিনি আচমকাই নিখোঁজ হয়ে যান। বাড়ির লোক বার বার ফোন করলেও যোগাযোগ করতে পারেনি সাংসদের সঙ্গে। এরপরই বাংলাদেশ মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগে লিখিত অভিযোগ জানানো হয় পরিবারের পক্ষ থেকে। এরপর দীর্ঘ আট দিন নিখোঁজ থাকার পর বুধবার জানা যায় তিনি মৃত। তাঁকে খুন করা হয়েছে। অন্য একটি তথ্য বলছে, খুলনার ঝিনাইদহ এলাকার এমপি আনোয়ার উল আজিম নিউটাউনের একটি বিলাসবহুল আবাসনে উঠেছিলেন। তাঁর সঙ্গে ছিলেন এক জন মহিলা সঙ্গী সহ বেশ কয়েকজন। নিউটাউন থানার পুলিশ এবং বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ ও এইচডিএফ আধিকারিকরা তদন্তে নেমেছেন। খতিয়ে দেখা হচ্ছে আবাসনের সিসিটিভি ফুটেজ। আবাসনের ওই ফ্ল্যাটে রক্তের দাগ মিলেছে। তবে দেহ উদ্ধার হয়নি এখনও। সূত্রের খবর, ওই বিলাসবহুল আবাসনে একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন তিনি। ‌এদিকে, বরানগরে সাংসদের পরিচিত গোপাল বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তিনি সাংসদের নিখোঁজ ডায়রিও করেছিলেন। 
  • Link to this news (আজকাল)