• লুম–কথা, তাঁতিদের পাশে দাঁড়াতে উদ্যোগ কৃষ্টির
    আজকাল | ২২ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কৃষ্টি, যে সংস্থার ট্যাগলাইনই হল, ‘‌ওয়্যার ইওর ট্র্যাডিশন’‌, তারা যে বয়ন শিল্প, তাঁতিদের জন্য ভাববে এ আর নতুন কী! আর সেই ভাবনা থেকেই নতুন উদ্যোগ ‘‌লুম কথা’‌র। বাংলার হ্যান্ডলুম এবং হস্তশিল্পের সম্ভার নিয়ে আয়োজন। কেন এই প্রদর্শনী আলাদা? কারণ, নজরুল তীর্থের টানা প্রদর্শনীর পর, এবার ‘‌মোবাইল প্রদর্শনীর’‌ ভাবনা সংস্থার। ২৪ মে এই প্রদর্শনীর সূচনা করবেন সেবা কেন্দ্রর ফাদার অ্যান্টনি এবং দীপ্রাঞ্জনি ফাউন্ডেশনের বিশেষভাবে সক্ষম শিশুরা। ২৬মে পর্যন্ত কর্পোরেট ইন–এ চলবে সেটি। কৃষ্টির কর্ণধার রেশমি জানালেন, করোনা–কালেই মূলত তাঁতি–শিল্পীদের কথা ভেবে কৃষ্টির জন্ম। শিল্পীদের সঙ্গে সরাসরি কাজ করে বুঝেছেন, মেলা–প্রদর্শনীই নয়, তাঁদের উন্নতির জন্য দরকার আরও কিছু উদ্যোগের। কৃষ্টির দ্বিতীয় উদ্যোগে তনুজা, পুলকিতা, মুক্তা, প্রিয়স্মিতা, লিপিকাদের মতো তৈরি করা হল বিপুল সংখ্যক মহিলা শিল্পোদ্যোগীদের। এর প্রোজেক্ট ডিরেক্টর মহুয়া মুখার্জি। মানুষের চাহিদার কথা মাথায় রেখে কেবল প্রদর্শনীর ভাবনা নয়, রেশমি জানালেন, ‘‌কৃষ্টি’‌ গবেষণা করছে ‘‌ট্রাইবাল টেক্সটাইল’‌–নিয়েও। একইসঙ্গে এখানে সুযোগ রয়েছে ফ্যাশন ডিজাইনার শিক্ষার্থীদের ইন্টার্নশিপের। 
  • Link to this news (আজকাল)