• ধর্মীয় মানুষ কেন মাছ খেতে পারবেন না, প্রশ্ন মন্ত্রী অরূপ বিশ্বাসের
    দৈনিক স্টেটসম্যান | ২২ মে ২০২৪
  • সুপ্রিয় মুখোপাধ্যায়:  রবিবার টালিগঞ্জের আজাদগড়ে এক ধর্মীয় অনুষ্ঠানে এসে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধর্মের ভিত্তিতে বিভেদ আনতে চাইছেন৷ এমনকি মানুষের মাছ খাওয়ার ওপরও তিনি বিধিনিষেধ তৈরি করছেন৷
    আজাদগড়ে স্থানীয় শ্রীশ্রীজগন্নাথ পূজা সমিতি আয়োজিত টানা সাতদিনব্যাপী শ্রীমদ ভাগবত গীতা পাঠের অনুষ্ঠানে এসে মন্ত্রী অরূপ বিশ্বাস আরও বলেন, দিঘায় পুরীর আদলে একটি মন্দির নির্মাণের কাজে হাত দিয়েছে রাজ্য সরকার৷ জগন্নাথদেবের মূর্তিটি হবে সম্পূর্ণ পাথরের৷ গত ১৭ মে থেকে এই পূজাপাঠ শুরু হয়েছে৷ উদ্যোক্তারা সকলেই ওড়িয়া ভাষাভাষীর মানুষ৷
    পূজা কমিটির সম্পাদক জগবন্ধু দাস এবং ভারপ্রাপ্ত সদস্য ভাস্কর সোয়াইন একযোগে জানান, আমরা আজাদগড়ের সমস্ত ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে গত ৬ বছর ধরে এই গীতা পাঠের আয়োজন করে চলেছি৷
    এদিন এই ধর্মীয় বাতাবরণে বক্তব্য রাখেন বিশেষ অতিথি স্থানীয় পুরপিতা তপন দাশগুপ্ত এবং আজাদগড় কলোনি কমিটির সভাপতি বাপী মিত্র৷ অনুষ্ঠানে মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন রস্মিতা সাহু৷ উপস্থিত ছিলেন মহিলা জনপ্রতিনিধি তন্দ্রা মিত্র৷
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)