• অনুমতি ছাড়াই পুলিশি তল্লাশি, হাই কোর্টে শুভেন্দু-হিরণ
    প্রতিদিন | ২২ মে ২০২৪
  • গোবিন্দ রায়: পুলিশের ?অতিসক্রিয়তা?র বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে শুভেন্দু অধিকারী ও হিরণ চট্টোপাধ্যায়। মামলা দায়ের করার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হন তাঁরা। দুজনকেই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। সম্ভাব্য শুনানি শুক্রবার।

    মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) ভাড়াবাড়ি তথা অফিসে হানা দেয় পুলিশ। তল্লাশি চালায়। আবার রাতে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের(Hiran Chatterjee) আপ্তসহায়কের বাড়িতেও হানা দেয় পুলিশ। এর প্রতিবাদেই মামলা দায়ের করলেন তাঁরা। তাঁদের দাবি, কোনও তথ্য ছাড়াই পুলিশ তল্লাশি চালায়। মামলা করার অনুমতি দিলেও বিচারপতির পর্যবেক্ষণ, দ্রুততার সঙ্গে শুনানির জন্য জরুরি বিষয় নয়।

    মঙ্গলবার রাত থেকে অ্যাকশনে নেমেছে পুলিশ। প্রথমে কোলাঘাটে শুভেন্দুর ভাড়াবাড়ি কাম অফিসে হানা দেয় পুলিশ। তল্লাশি চালায় বলে অভিযোগ। খবর পেয়ে তড়িঘড়ি কেশপুর থেকে ছুটে আসেন বিরোধী দলনেতা।

    এর পর বিজেপি প্রার্থী হিরণের আপ্ত সহায়কের তালবাগিচার বাড়িতে হানা দেয় ঘাটাল থানার পুলিশ। তার পর একযোগে স্থানীয় তিন বিজেপি নেতার বাড়িতে হানা দেয় তারা। মধ্যরাতে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্য়ায়ের আপ্ত সহায়কের বাড়িতে পুলিশ। বিজেপির আরও ২ নেতার বাড়িতেও হানা দিয়েছে পুলিশ। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হিরণ। ভোটের তিন দিন আগে এহেন অভিযানকে রাজনৈতিক ষড়যন্ত্র বলেই দাবি করছেন গেরুয়া শিবিরের তারকা প্রার্থী। দুই ঘটনায় পুলিশের অতিসক্রিয়তার অভিযোগ তুলে হাই কোর্টে শুভেন্দু-হিরণ। 
  • Link to this news (প্রতিদিন)