KKR: আবার গৌতম গম্ভীর, আবার সেই চিপক! ফিরবে কি এক দশক আগের স্মৃতি?
আজকাল | ২৩ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: আহমেদাবাদ টু চেন্নাই। মঙ্গলবার রাতে ফাইনালের টিকিট কেটে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আবার সেই চিপক, আবার গৌতম গম্ভীর, আবার একটা ফাইনাল! ফিরবে কি ১২ বছর আগের স্মৃতি? চিপক কেকেআরের পয়া মাঠ। ২০১২ সালের ২৭ মে চেন্নাইয়ের এই স্টেডিয়ামেই প্রথমবার আইপিএল জেতে কেকেআর। অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। ধোনির চেন্নাইকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নাইটরা। ২০১৪ সালের আইপিএল ফাইনালে হয়েছিল চিন্নস্বামীতে। সেবার কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে আইপিএল জেতে গম্ভীরের কেকেআর। এবার ২৬ মে আবার সেই চিপকে ফাইনাল। যেখানে এক দশক আগে প্রথম আইপিএল জিতেছিল নাইটরা। দশ বছরের ট্রফির খরা কি চিপকেই কাটবে? এবারের আইপিএলে ট্রফির অন্যতম দাবিদার কলকাতা নাইট রাইডার্স। টিমগেম খেলছে নাইটরা। প্রত্যেকে অবদান রাখছে। আগের যে দু'বার চ্যাম্পিয়ন হয়েছিল, তার থেকে এবার অনেক ভাল খেলছে কেকেআর। গৌতম গম্ভীর ফেরায় ঘুরে দাঁড়িয়েছে নাইটরা। আবার তাঁর উপস্থিতিতেই তৃতীয় আইপিএল জয়ের হাতছানি। জিজি মেন্টর হয়ে দলে যোগ দেওয়ায় নাইটদের শরীরীভাষায় আমূল পরিবর্তন এসেছে। যার প্রতিফলন হয় মাঠে। লড়াকু মানসিকতা ফুটে ওঠে। শ্রেয়স, বরুণ, বৈভবরা মেনে নেন কেকেআরের মেন্টর তাঁদের খেলার পূর্ণ স্বাধীনতা দেন। তাতেই কি সাফল্য? আংশিক তো বটেই। নয়তো গত দশ বছরে যে দল মাত্র একবার ফাইনালে উঠেছিল, সেই টিমে রাতারাতি এত বদল? দলে যে খুব পরিবর্তন এসেছে তা নয়। কোর গ্রুপ ধরে রাখা হয়েছে। কিন্তু ডাগআউটে একজনের উপস্থিতি পার্থক্য গড়ে দিয়েছে। গম্ভীরের হাত ধরেই দু'বার ট্রফি এসেছে। আরও একবার সেই স্বপ্ন দেখাচ্ছেন নাইটদের মেন্টর। আবার গম্ভীর, আবার চিপক..সবটাই কাকতালীয় হলেও, ইতিহাসের পুনরাবৃত্তির অপেক্ষায় নাইট ভক্তরা।