• AIIMS: আত্মহত্যা এইমস পড়ুয়ার, হস্টেলের ঘরে উদ্ধার দেহ
    আজকাল | ২৩ মে ২০২৪
  •  আজকাল ওয়েবডেস্ক: ২৫ বছরের মেডিক্যাল স্টুডেন্ট পড়ুয়া। হস্টেলের ঘর থেকে উদ্ধার হল তাঁর মৃতদেহ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, মৃত পড়ুয়া রঞ্জিত ভোয়ার এখন স্নাতকোত্তর ইন্টার্ন হিসেবে কাজ করছিলেন। ডিপ্রেশনের জন্য তাঁর চিকিৎসা চলছিল এবং সেই ওষুধই বেশি মাত্রায় খান রঞ্জিত। ঘটনাটি ঘটেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স, ছত্তিশগড়ে। রায়পুরের হস্টেলে মঙ্গলবার রঞ্জিতের বন্ধুরা তাঁর ঘরে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন। তাঁরা তৎক্ষণাৎ হোস্টেল ওয়ার্ডেনকে খবর দেব। চিকিৎসকেরা রঞ্জিতকে মৃত বলে ঘোষণা করেন। রঞ্জিতের বাড়ি ভুবনেশ্বরে। ময়নাতদন্তের পর তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে কেন তিনি এই পদক্ষেপ গ্রহণ করেন, তা জানা যায়নি এখনও। পুলিশ জানিয়েছে, কোনও সুইসাইড নোটও পাওয়া যায়নি।
  • Link to this news (আজকাল)