• চিতাবাঘের চামড়া সহ গ্রেপ্তার ২
    আজকাল | ২৩ মে ২০২৪
  • অতীশ সেন, ডুয়ার্স: চিতাবাঘের চামড়া সহ গ্রেপ্তার ২। জলদাপাড়া জাতীয় উদ্যানে কর্মরত বনকর্মীদের একটি বিশেষ দল গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে চিতাবাঘের চামড়া সহ ২ জনকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, একটি এস.ইউ.ভি গাড়িতে চেপে এই দুজন চিতাবাঘের চামড়া নিয়ে যাচ্ছিল। বনকর্মীরা গাড়ি আটকে তল্লাশি চালাতেই চিতাবাঘের চামড়া পাওয়া যায়। এর পরই গাড়িতে থাকা দুই যুবককে গ্রেপ্তার করা হয়।বনদপ্তরের সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা দুজনেই কোচবিহার জেলার বাসিন্দা। একজন চাঁন্দামারি পুটিমারির দীপঙ্কর মন্ডল এবং অন্যজন রাজপুর বৈরাতি রামপ্রসাদ বর্মণ। তাদের কাছ থেকে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের সম্পূর্ণ চামড়া পাওয়া গিয়েছে। তারা চামড়াটি কিভাবে পেল? নিজেরাই চোরাশিকারের সঙ্গে যুক্ত, নাকি চামড়াটি চোরাশিকারিদের থেকে কিনে অন্যত্র চড়া দামে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল তা জানতে তদন্ত শুরু করা হয়েছে। ধৃতদের আজ আদালতে তোলা হয়, তাদের জিজ্ঞাসাবাদের জন্য বনদপ্তরের হেফাজতে নেওয়া হয়েছে।
  • Link to this news (আজকাল)