• রঘুনাথগঞ্জে রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের শাখায় আগুন
    আজকাল | ২৩ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বুধবার সকালে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত উমরপুর-বানীপুর এলাকায় একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের শাখায় আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে। পুলিশ সূত্রে জানা গেছে, শর্ট সার্কিট থেকে ওই ব্যাঙ্কে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকলের দু'টি ইঞ্জিন ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর এখনও মেলেনি। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ উমরপুর-বানীপুর এলাকায় অবস্থিত ওই রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের জানলা দিয়ে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপরই থানায় খবর দেওয়া হয়। খবর দেওয়া হয় ধুলিয়ান দমকল কেন্দ্র এবং সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে। সেখান থেকে দমকলের দু'টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তনুশ্রী চক্রবর্তী নামে স্থানীয় এক বাসিন্দা জানান, 'সকালে ঘুম থেকে উঠে হঠাৎই আমি দেখতে পাই ব্যাঙ্কের জানলা দিয়ে কালো ধোঁয়া বার হচ্ছে। এরপরই আমরা পুলিশের খবর দিই।'রঘুনাথগঞ্জ থানার এক শীর্ষ আধিকারিক জানান, 'প্রাথমিক তদন্তে আমাদের অনুমান শর্ট সার্কিট থেকে রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের ওই শাখায় আগুন লেগেছে।' ওই আধিকারিক জানান, 'ক্যাস' এবং 'ভাউচার' সেকশনের মাঝে কোনও একটি জায়গায় শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে অনুমান। এর ফলে ওই দুটি বিভাগে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। যদিও টাকা পুড়ে যাওয়ার কোনও খবর ব্যাঙ্কের তরফ থেকে এখনও জানানো হয়নি।
  • Link to this news (আজকাল)