Calcutta Highcourt: ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ হাই কোর্টের ...
আজকাল | ২৩ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: কলকাতা হাই কোর্টের নির্দেশে রাজ্যের দেওয়া ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হল। বুধবার হাই কোর্ট জানিয়েছে, ২০১০ সালের পর তৈরি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট অবৈধ। এই সার্টিফিকেট ব্যবহার করে যারা চাকরি পেয়েছেন, সেক্ষেত্রে কোনও প্রভাব পড়বে না। তবে বাতিল হওয়া শংসাপত্র আর কোনও চাকরি প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না। বুধবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করে জানায়, ২০১০ সালের আগে তৈরি সব ওবিসি সার্টিফিকেট বৈধ। ২০১০ সালের পর তৈরি ওবিসি সার্টিফিকেট যথাযথ আইন মেনে হয়নি। বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে নতুন করে ওবিসিদের তালিকা তৈরি করতে হবে। বিধানসভায় সেই তালিকা পেশ করতে হবে। বিধানসভা অনুমোদন দেওয়ার পর ওবিসি বলে গণ্য করা হবে।