জাতপাত, সম্প্রদায় তুলে ভোটের প্রচার নয়, BJP ও কংগ্রেসকে সতর্ক করল কমিশন
আজ তক | ২৩ মে ২০২৪
দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন। সাত দফা নির্বাচনের মধ্যে জোরকদমে চলছে প্রচারও। তবে প্রচারে ধর্ম-জাতপাত তুলে আক্রমণ নিয়ে কড়া নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশন বিজেপি এবং কংগ্রেস উভয় দলকে বর্ণ, সম্প্রদায়, ভাষা এবং ধর্ম নিয়ে প্রচার চালানো থেকে বিরত থাকতে বলেছে। তারা বলেছে "ভারতের সামাজিক-সাংস্কৃতিক পরিবেশ একটি স্থায়ী সংরক্ষণ, তাই নির্বাচনের জন্য তা ক্ষতি করা যেতে পারে না।"
প্রধান নির্বাচন সংস্থা পর্যবেক্ষণ করে জানিয়েছে, 'এই দুই বৃহৎ রাজনৈতিক দলই ভারতীয় ভোটারের গুণগত নির্বাচনী অভিজ্ঞতার ঐতিহ্যকে দুর্বল করতে দেওয়া যাবে না।' বুধবার জারি করা একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে, কমিশন জানায় বিজেপি এবং যারা নির্বাচনের প্রচার করছে তারা প্রচারের সময় ধর্মীয় এবং সাম্প্রদায়িক প্রচার থেকে যেন বিরত থাকে।
নির্বাচন কমিশন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডাকে নির্দেশ দেওয়া হয়েছে, দলের তারকা প্রচারক হিসাবে প্রচারের সময় জনসমক্ষে বক্তৃতা দেওয়ার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। কংগ্রেস বিজেপির বিরুদ্ধে 'বিভাজনমূলক' প্রচারের অভিযোগ করার পরে একটি নির্বাচনী সংস্থার নোটিশে জেপি নাড্ডার প্রতিক্রিয়া উল্লেখ করে, নির্বাচন কমিশন অনেকগুলি আলোচিত বিষয় উদ্ধৃত করেছে যা পার্টির তারকা প্রচারকদের বক্তৃতায় বৈশিষ্ট্যযুক্ত।
এই বিষয়গুলির মধ্যে কংগ্রেসের ইশতেহারে সম্পদ বণ্টনের ধারার উল্লেখ, সনাতন ধর্ম এবং তার নীতিগুলির উপর ইন্ডিয়া জোটের আক্রমণ, কংগ্রেস নেতাদের 'শক্তি' মন্তব্য, কংগ্রেসের ইশতেহারকে 'মুসলিম লীগের ইশতেহার' বলে অভিহিত করা, কংগ্রেস দাবি করে যে বিজেপি তা করতে পারে। অন্যদের জন্য সংবিধান পরিবর্তন করতে পারে। এদিকে,কমিশন কংগ্রেসকেও নির্দেশ দেয় তারকা প্রচারকেরা যেন কোনও অপ্রমাণিত দাবি না করে, যেমন বিজেপি ক্ষমতায় ভোট দিলে সংবিধান পরিবর্তন করতে পারে। এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকা।