জি ২৪ ঘণ্টা ডিজিটাস ব্যুরো: একজন ব্যক্তি তাঁর মেজাজ হারিয়ে ফেলেন এবং শারীরিক হেনস্থা করে এক মহিলাকে যখন এক দোসা বিক্রেতা তাঁর আগে সেই মহিলা এবং তাঁর ১২ বছরের মেয়েকে দোসা পরিবেশন করেন। একটি প্রতিবেদনে বলা হয়েছে, কান্দিভালিতে (পূর্ব) মঙ্গলবার ঘটে যাওয়া এই ঘটনাটি দুজনের বিরুদ্ধে অপব্যবহার এবং অশ্লীল মন্তব্য করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। পুলিস তাঁর বিরুদ্ধে যৌন অপরাধ থেকে শিশু সুরক্ষা (POCSO) আইন এবং ভারতীয় দণ্ডবিধির (IPC) মামলা করেন, যদিও তাঁকে এখনও গ্রেফতার করা হয়নি।