MURDER: ভারতে খুন বাংলাদেশের সাংসদ, বাংলাদেশে আটক ৩
আজকাল | ২৩ মে ২০২৪
সমীর দে, ঢাকা: ভারতে চিকিৎসা করাতে এসে নিখোঁজ হয়ে যান বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজিম। গত ৮ দিন ধরে নিখোঁজ থাকার পর জানা গেছে তিনি মৃত। নিউটাউনের এক আবাসনে খুন করা হয়েছে বাংলাদেশের সাংসদকে। বাংলাদেশের শাসকদল আওয়ামি লিগের ৩ বারের সাংসদের মৃত্যুতে রীতিমতো শোরগোল শুরু হয়েছে। আনোয়ার উল আজিমের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ঢাকা মেট্টোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান বলেন, গত ১২ মে তিনি ভারতে গিয়ে নিখোঁজ হন। এই ঘটনায় ভারতে একটি ডায়েরি হয়। সেই সূত্র ধরেই বাংলাদেশ পুলিশ ও ভারতের পুলিশ তদন্ত শুরু করেছিল। বুধবার সকালেই খুনের বিষয়টি নিশ্চিত হয়। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। ভারতে গিয়ে ১২ মে সন্ধ্যা ৭টার দিকে আনোয়ার উল আজিম কলকাতায় তার পরিচিত বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। গোপালের সঙ্গে তাঁর ২৫ বছরের পারিবারিক সম্পর্ক রয়েছে। ১৩ মে বেলা ২ টো নাগাদ আনোয়ার উল আজিম চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে গোপাল বিশ্বাসের বাড়ি থেকে বের হন। তখন গোপালকে বলে যান, তিনি সন্ধ্যায় ফিরে আসবেন। এরপর আর না ফেরার কারণে ১৮ মে কলকাতার বরানগর থানায় গোপাল বিশ্বাস একটি ডায়েরি করেন।ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মহম্মদ হারুন অর রশিদ বলেন, এটি একটি নিষ্ঠুর হত্যাকাণ্ড। বিষয়টি নিয়ে ভারতীয় পুলিশের সঙ্গে কাজ চলছে। প্রতিক্ষণেই কথা হচ্ছে। এই ঘটনায় শেরে বাংলা নগর থানায় মামলা হবে।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভারতে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ার উল আজিম আনারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এই ঘটনায় বাংলাদেশের মানুষ জড়িত। এই হত্যার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তিনি বলেন, ‘বুধবার সকালে ভারতীয় পুলিশ জানিয়েছে এমপি আনোয়ার উল আজিম খুন হয়েছেন। বাংলাদেশ পুলিশ তিনজন অপরাধীকে ধরেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত চলছে। বাংলাদেশ পুলিশ তদন্ত করছে, শীঘ্রই খুনের কারণ জানাতে পারা যাবে। ভারতের পুলিশ সব ধরনের সহযোগিতা করছে। আনোয়ার উল আজিমের দেহ উদ্ধার করা হয়েছে কি-না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেহ হাতে এখনও আসেনি। দুই দেশের পুলিশ কাজ করছে। আমাদের কাছে যে তথ্য আছে সবগুলি প্রকাশ করা হচ্ছে না।