জমিজটে থমকে স্লুইস গেট, বাঁধের কাজ, প্রতি বর্ষায় ভাসে চেউটিয়া গ্রাম
বর্তমান | ২৩ মে ২০২৪
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: জমি জটে থমকে স্লুইস গেট ও বাঁধের ভবিষ্যৎ। প্রায় ৩০ বছর আগে উদ্যোগ নেওয়া হলেও এখনও বাস্তবায়িত হয়নি। যার ফলে রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের চেউটিয়া গ্রামে কুলিক নদীর প্রায় ১০০ মিটার বাঁধের জায়গা এখনও উন্মুক্ত। ফি বর্ষাতেই ভাসে গোটা গ্রাম। উত্তর দিনাজপুর ডিভিশনের নির্বাহী বাস্তুকার নীরজ কুমার সিং বলেন, ওই বাঁধ থেকে বেশ কিছুটা দূর দিয়ে কুলিক নদী বয়ে গিয়েছে। তাছাড়া ওই এলাকা দিয়ে সব সময় জল ঢোকে না। বাংলাদেশ অথবা বিহারে টানা ভারি বৃষ্টিপাত হলে কুলিকের জল বিপদসীমার উপর চলে গেলে জল ঢোকার সম্ভাবনা তৈরি হয়।
রায়গঞ্জের কর্ণজোড়া থেকে চেউটিয়া গ্রামের দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার। কর্ণজোড়াতেই জেলা প্রশাসনের সমস্ত কার্যালয় অবস্থিত। কর্ণজোড়া ও চেউটিয়া দুটো এলাকাই রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। বুধবার সকালে চেউটিয়া গ্রামে গিয়ে দেখা যায়, শহরের বিভিন্ন ওয়ার্ডের উপর দিয়ে পুরনো জাতীয় সড়ক পক্ষী নিবাসের গা ঘেঁষে যাওয়া কুলিক নদীর বাঁধ এখানে এসে শেষ হয়ে গিয়েছে। প্রায় একশো মিটারের একটা ফাঁকা জায়গা। এরপর আবার বাঁধ শুরু হয়ে বামুয়া ঘাট পর্যন্ত চলে গিয়েছে। রায়গঞ্জের বিডিও শ্যারন তামাং বলেন, আমরা এই বিষয়টা দেখছি। এদিন চেউটিয়া গ্রামে গিয়ে কথা হয় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। তাঁদের প্রত্যেকের অভিযোগ, প্রত্যেক বছর বর্ষায় কুলিকের জল এখান দিয়ে গোটা গ্রামে ঢুকে যায়। বহুবার এনিয়ে গ্রাম পঞ্চায়েত ব্লক প্রশাসনকে জানালেও কাজের কাজ কিছুই হয়নি। এবারেও বর্ষায় বাঁধের এই ফাঁকা জায়গা দিয়ে কুলিকের জল আমাদের গ্রামে ঢুকে যাবে। ফের ভেসে যাবে গোটা গ্রাম। রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত বলেন, আমি বিধায়ক থাকাকালীন নিজে কলকাতা গিয়ে বহুবার ওই এলাকার বাঁধ এবং স্লুইস গেট নির্মাণের জন্য সেচ দপ্তরকে চিঠি করেছিলাম। কিন্তু কেউ বিষয়টিকে গুরুত্বই দেয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৪ সালে এই বাঁধ নির্মাণ করে সরকার। সেই সময় গ্রামের জল বের করার জন্য এখানে স্লুইস গেট তৈরির একটা পরিকল্পনা গ্রহণ করা হয়। কিন্তু ওই নির্দিষ্ট অংশের জমিটি নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই জমির মালিক নাকি সরকারের কাছ থেকে দাম না পাওয়ায় শেষপর্যন্ত জমি দিতে রাজি হননি। যার ফলে ওই নির্দিষ্ট অংশে স্লুইস গেট এবং বাঁধ কোনটাই নির্মাণ হয়নি। নিজস্ব চিত্র