• বজ্রাঘাতে পুরুলিয়ায় মৃত ৩, জখম ৫
    আজকাল | ২৩ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: হাওয়া অফিসের পূর্বাভাস মতোই জেলায় জেলায় ঝড় বৃষ্টি। বুধবার বজ্রাঘাতে পুরুলিয়ায় মৃত্যু হয়েছে রামদাস হাঁসদা, চুনারাম কিসলু এবং বেহার বসরার। জখম ৫। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ২ জন। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বাঘমুন্ডির ভূঁইঘরা গ্রামে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুধবারের ঝড় বৃষ্টির সময় সকলেই ছিলেন মাঠে। বজ্রাঘাতে জখম হওয়ার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম অবস্থায় দেবেন মাহাতো হাসপাতালে ভর্তি ২ জন।ভারতের চেন্নাই উপকূলে দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এই নিম্নচাপ উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে শুক্রবার সকালে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরে। এরপর আরও শক্তি সঞ্চয় করে এটি উত্তর-পূর্ব দিকে এগোবে। ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে অবস্থান করবে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা বললেও এখনো ল্যান্ডফল সম্পর্কে নিশ্চিত নয় আবহাওয়া দপ্তর। তবে এর গতিবেগ হতে পারে ৬৫ কিলোমিটার প্রতি ঘন্টা।শনি ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা উপকূলে। শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। আগামী সাতদিন বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বৃহস্পতি ও শুক্রবার শুধুমাত্র দার্জিলিং কালিম্পং বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। শনিবার বৃষ্টি বাড়বে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই তিন জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস।
  • Link to this news (আজকাল)