• ISL Derby: ইস্টবেঙ্গলের কামব্যাকের সম্ভাবনা নেই, ডার্বিতে বাইচুংয়ের ফেভারিট মোহনবাগান
    আজকাল | ২৫ নভেম্বর ২০২১
  • সম্পূর্ণা চক্রবর্তী: মরশুমের প্রথম ডার্বি জিতবে মোহনবাগান, দাবি বাইচুং ভুটিয়ার। সচরাচর ভারতীয় ফুটবলের আইকনের থেকে এই ভবিষ্যদ্বাণী খুব কমই শোনা যায়। আদ্যোপান্ত ইস্টবেঙ্গলী বাইচুং। খ্যাতি, যশ, প্রতিপত্তি সবই এসেছে লাল হলুদ থেকে। কলকাতার দুই প্রধানে খেললেও ফুটবল জীবনের সেরা সময়টা কাটিয়েছেন ইস্টবেঙ্গলে। তাই লাল হলুদ নিয়ে বরাবরই আবেগপ্রবণ বাইচুং। কিন্তু মরশুমের প্রথম ডার্বির ফেভারিট বাছার সময় হৃদয় নয়, মস্তিষ্ককেই প্রাধান্য দিলেন পাহাড়ি বিছে। মুহূর্তের মধ্যে জানিয়ে দিলেন, শনিবার এগিয়ে হাবাসের দল। 

    ফোনে aajkaal.in কে বাইচুং ভুটিয়া বলেন, 'ডার্বিতে ফেভারিট মোহনবাগান। পুরো সেট টিম। দলের অধিকাংশ ফুটবলারকে ধরে রেখেছে। ২-৩ বছর ধরে দলের নিউক্লিয়াস একই আছে। দীর্ঘদিন একসঙ্গে খেলায় দলের মধ্যে বোঝাপড়া ভাল। দলের অনেকেরই বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। সেখানে ইস্টবেঙ্গল শেষ মুহূর্তে দল গড়েছে। টিম বিল্ডিংয়ের বিশেষ সুযোগ পায়নি। বেশিরভাগই নতুন ফুটবলার। ওদের ডার্বি খেলার অভিজ্ঞতা নেই। দল এখনও সংগঠিত নয়।' দুই প্রধানের প্রথম ম্যাচ দেখেছেন বাইচুং। খেলার নিরিখেও অনেকটাই এগিয়ে রাখছেন এটিকে মোহনবাগানকে। 

    দুই স্প্যানিশ বস আন্তোনিও লোপেজ হাবাস এবং হোসে ম্যানুয়েল মানোলো ডিয়াজের মধ্যে প্রথমজনকে ঢেরগুণ এগিয়ে রাখছেন বাইচুং। বলেন, 'হাবাস বেশ কয়েক বছর ধরে কলকাতায় কোচিং করাচ্ছেন। বড় ম্যাচে স্নায়ুযুদ্ধের বিষয়টা বোঝেন। সেখানে ভারতীয় ফুটবলে আনকোরা মানোলো।' খাতায় কলমে এটিকে মোহনবাগান এগিয়ে থাকলেও, ডার্বিতে হিসেব নিকেষ খাটে না। ইতিহাস বলছে, ইস্টবেঙ্গল খোঁচা খাওয়া বাঘ। একাধিকবার আন্ডারডগ হিসেবে নেমে বাজিমাত করেছে। এবারও কি চমক দেবে লাল হলুদ? সেই সম্ভাবনা দেখছেন না বাইচুং। কিন্তু কেন? aajkaal.in কে বাইচুং বলেন, 'ম্যাচটা কলকাতায় হলে ইস্টবেঙ্গলের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা থাকত। চেনা মাঠে সমর্থক ঠাসা স্টেডিয়ামে খেললে ফুটবলাররা তেতে ওঠে। বাড়তি চার্জড আপ হয়ে যায়। পরিবেশ এবং পরিস্থিতি একটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। কলকাতায় ম্যাচ হলে ইস্টবেঙ্গলের সমান সুযোগ থাকত। সেক্ষেত্রে আমি বলতাম ম্যাচটা ৫০-৫০। কিন্তু ডার্বি গোয়াতে হওয়ায় সেই সম্ভাবনা থাকছে না। পারফরম্যান্সের ওপর নির্ভর করবে ম্যাচের রেজাল্ট।' 

    মোহনবাগান জিতবে জানালেও, স্কোরলাইন নিয়ে আগাম ভবিষ্যদ্বাণী করতে চাননি প্রাক্তন ভারত অধিনায়ক। তবে নির্দ্বিধায় বেছে নেন ডার্বির স্টার ফুটবলারকে। বাইচুংয়ের মতে, শনিবার পার্থক্য গড়ে দেবেন রয় কৃষ্ণ।
  • Link to this news (আজকাল)