• Elephant: তৃণমূল জেলা সভাপতির দরজায় বুনো হাতির দল, তারপর?‌
  আজকাল | ২৫ নভেম্বর ২০২১
 • আজকাল ওয়েবডেস্ক:‌ জঙ্গল কমছে। লোকালয়ের পরিসর বাড়ছে। আকছাড় তাই জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে হানা দিচ্ছে বন্যপ্রাণী। তাবলে নেত্রীর দরজায়!‌ এবার তাই হল। তৃণমূল জেলা সভাপতির দরজায় এসে দাঁড়াল বুনো হাতির দল। পরিস্থিতি সামাল দিতে জারি হল ১৪৪ ধারা। 

   

   

  গতকাল ভাল্লুকের পর আজ হাতি। বৃহস্পতিবার সাত সকালে লাটাগুড়ি বাজারে হানা দিল বুনো হাতির দল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে লাটাগুড়ির জঙ্গল ছেড়ে ছানাদের নিয়ে লাটাগুড়ি বাজার এলাকায় চলে আসে ১২–১৪ টি হাতির দল। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে বুনো হাতি দেখার জন্য এলাকায় ভিড় জমায় প্রচুর মানুষ। খবর পেয়ে এসে পৌঁছয় বন দপ্তরের কর্মী ও আধিকারিকেরা।

  পরিস্থিতি সামাল দিতে এলাকায় ১৪৪ ধারা জারি করে মাল মহকুমাশাসক। 

  ঘটনায় তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া গোপ বলেন, ‘‌আজ সকালে হাতির দল আমাদের জমিতে এসেছে। দলে বাচ্চা রয়েছে। এটা জঙ্গল সংলগ্ন এলাকা। তাই হাতি আসার ঘটনা নতুন কিছু নয়। খবর পেয়ে পুলিশ ও বনদপ্তরের কর্মীরা এসেছেন। এলাকা ঘিরে লোকদের সরানোর কাজ চালাচ্ছেন।’‌

  ঘটনায় অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী বলেন, ‘‌দলটিতে বাচ্চা সমেত ১২–১৪টি হাতি রয়েছে। কর্মীরা সেখানে রয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে। সম্প্রতি জলপাইগুড়ি শহরে দু’‌টি হাতি ঢুকেছিল। এলাকার মানুষ আমাদের সঙ্গে সহযোগিতা করেছিল। পরে হাতি দু’‌টিকে আবার অক্ষত অবস্থায় জঙ্গলে ফেরানো হয়েছিল। আশা করছি এখানেও তেমন সহযোগিতা পাব।’‌ 
 • Link to this news (আজকাল)